সৌন্দর্য মেলা


সৌন্দর্য মেলা

                                                                      তন্ময় বিশ্বাস

সীমাহীন সৌন্দর্য সমুদ্রে,
আমি হাত রেখেছি তোমার হাতে।
শিরা উপশিরায় আমি অনুভবি
মাদকের মত অশান্ত উন্মাদনাকে।
চেতনাহীন হয়ে, আমি ভুলে যাই
পশ্চাতের বেদনা বিধুর গল্প।
আমার মানব জীবণ ধন্য
এ কবিতা তোমারই জন্য,
তোমার আঁখির পলক যেন ঊর্মীনৃত্য
তুমিই ছড়াতে পারো হৃদয়ে বসন্ত।
স্বপ্ন লোকের অমৃত বাণী
দিয়েছো আজ কলমে আমার,
সযতনে রাখবো তুলে
ধুলো হতে দেবো না তোমায়।
আমি বর্ণিতে পারিনি তোমার গল্প
ভাষা পারেনি হতে এত উন্মুক্ত,
শত চেষ্টায়ও রয়ে যায়,
তোমার সৌন্দর্য অতি অব্যক্ত।


ফজলুর রহমান হল, সিটি বিশ্ববিদ্যালয়
অক্টোবর ২৬, ২০১৬



No comments

Powered by Blogger.