অজানায়

অজানায়
তন্ময় বিশ্বাস

ঘুমহীন রাতের প্রহর গুনেছি আমি,
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে রাতের প্রহর।
ফাগুনের জোত্‍স্ন্যা রাতে তোমার পথপানে চেয়ে
সারা রজনী থেকেছি জেগে ঘুমহীন রাতে।
বার বার জানতে চেয়েছি ঘুমপরীদের কাছে,
ঘুমিয়ে গেছো কি কথা না রেখে?
আজও আমি পারিনি বুঝতে তোমার জগত্‍।
দাবানলের অন্তপুরীতে রেখে নিঃশব্দে নীরবে,
কিভাবে পারলে যেতে নন্দনকাননে,
এ কেমন রাখলে কথা? 
এমন তো ছিলোনা কথা
আমার ভুবনে রহিছে সকলি,
আছে শত হাসি কান্নার কাহিনী
নেই শুধু একটি মুক্তমালা
হারিয়ে গেছে গহীন অরণ্যে।
বিভীষীকার বনে
প্রমের সাগরে, দূরের দিগন্তে
দেখেছি তারে যেতে,
গাঢ় নীলিমা তলে
আচল উড়য়ে, ডেকেছে নিভৃতে।
মরীচিকা রূপে প্রস্ফুটিত হয়ে সরে গেছে বারে বারে,
কত খেলা শেষে
কত বেলা শেষে,
হারিয়ে গিয়েছে অজানায়।




No comments

Powered by Blogger.