শুভ জন্মদিন

শুভ জন্মদিন
                                      তন্ময় বিশ্বাস

আজ তোমার জন্মদিন,
কি দেব উপহার তোমায় শুভ জন্মদিনে?
শুধুই দিলাম ভালোবাসা
যা আছে আমার সামর্থে
তা শুধুই ভালোবাসা,
প্রণাম তোমায়।
কবি, কে বলে নেই তুমি?
তুমি আছো, ছিলে, থাকবে জীবন অধ্যায়ে।
তুমি চির তরুণ, যৌবনের আবাহন
তোমার তালে, তোমারই সৃষ্টিতে
রয়েছো তুমি চেতন ও অবচেতন মনে
তুমি থাকবে শেষের কবিতাই,
অমিত লাবণ্যর প্রেম উপাখ্যানে।
তোমারই সভ্যতার সংকটে,
সত্যিই তোমায় যেতে নাহি দিব
বিশ্বসংসারে স্বরূপে আছো তুমি।
তুমি আছো আন্নার প্রেমে,
লুসি স্কটের স্মৃতির আঙিনায়,
তুমি চির জাগ্রত পাঠক হৃদয়ে।
তোমায় খুঁজে পাই সারা বিশ্বে
তোমার প্রিয় আকাশের নীল রঙে।
আর্শীবাদ দাও কবি-
পথ দেখাও আজ ক্রান্তিকালে
আবার শেখাও তুমি পথ চলতে
দুর্গম পথে ফুল ফোটাতে।

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে

২৫শে বৈশাখ,১৪২০

No comments

Powered by Blogger.