ভালোবাসার হোমানল
ভালোবাসার হোমানল
তন্ময় বিশ্বাস
দুঃস্বপনের ঘোরে কেউকি পেরেছে জানতে?
আজ মৃত্যু নাচে বিভীষিকা রাতে।
মধ্যাহ্নের তীব্র অবসাদে আর ক্লান্ত রাতে
পিচাশ আসে বারেবারে আমার কাছে।
নিয়ে যেতে চায় অনেক দূরে, মহাকালে
সুবাতাস বয়ে চলেনা আমাতে
অবসাদের লালায় আর ঘামে,
বারে বারে আসতে হয় ফিরে আমাতেই ঘুরে ফিরে।
আজ মৃত্যু নাচে বিভীষিকা রাতে।
মধ্যাহ্নের তীব্র অবসাদে আর ক্লান্ত রাতে
পিচাশ আসে বারেবারে আমার কাছে।
নিয়ে যেতে চায় অনেক দূরে, মহাকালে
সুবাতাস বয়ে চলেনা আমাতে
অবসাদের লালায় আর ঘামে,
বারে বারে আসতে হয় ফিরে আমাতেই ঘুরে ফিরে।
তোমার সাথে শেষ কথা বলে,
এসেছি ফিরে আবার আমার আমিতে।
নিস্তব্ধ করুণ সূরে আজ খুজে ফিরি
আবার সূর সঞ্চারে
পৃথিবীর যে অধ্যায় কখনো চাইনে খুঁজতে,
সেটাই যে কেন বারে বারে আসে ফিরে।
অবলীলায়. , . . . , . . , . . . . . , .
এসেছি ফিরে আবার আমার আমিতে।
নিস্তব্ধ করুণ সূরে আজ খুজে ফিরি
আবার সূর সঞ্চারে
পৃথিবীর যে অধ্যায় কখনো চাইনে খুঁজতে,
সেটাই যে কেন বারে বারে আসে ফিরে।
অবলীলায়. , . . . , . . , . . . . . , .
তোমাকে ডেকেছি ডানা ভেজা মেঘে,
শ্রাবণের শেষের দিনগুলোতে।
তুমি আনবে বয়ে জলহীন মেঘ
বর্ষা শেষে শরতের গানে
শ্রাবণের শেষের দিনগুলোতে।
তুমি আনবে বয়ে জলহীন মেঘ
বর্ষা শেষে শরতের গানে
চুপি চুপি রাত যায় যে চলে,
কি জানি কি যায় সে বলে,
আজ বুঝি আর ঘুম আসবে না।
রাতের আধারে চোখ ভিজে গেলে দেখবেনা কেউ
অন্তরদৃষ্টি দিয়ে।
নিঃশ্বাসে উষ্ণ ভালোবাসা মাখা ভুলি কেমনে?
কি জানি কি যায় সে বলে,
আজ বুঝি আর ঘুম আসবে না।
রাতের আধারে চোখ ভিজে গেলে দেখবেনা কেউ
অন্তরদৃষ্টি দিয়ে।
নিঃশ্বাসে উষ্ণ ভালোবাসা মাখা ভুলি কেমনে?
কেন এ মন অকারণ,
কাঁদায় আমায় যখন তখন।
ভালোবেসে আমায় ভুলে গেছো কখন?
ভুলে গেছি কি করে জানে
আছে আমার গানে গানে।
স্মৃতীর এ কি যে যন্ত্রনা সে বোঝেনা,
কাঁদায় আমায় যখন তখন।
ভালোবেসে আমায় ভুলে গেছো কখন?
ভুলে গেছি কি করে জানে
আছে আমার গানে গানে।
স্মৃতীর এ কি যে যন্ত্রনা সে বোঝেনা,
No comments