আমায় দিয়োনা আলো
আমায় দিয়োনা আলো
তন্ময় বিশ্বাস
ও চাঁদ, আজ দিওনা আলো,
অন্ধকার লাগে বড্ড ভালো
তন্দ্রাহীন নিস্তব্ধ রাতে বারেবারে
শুধু তুমি ছড়াও আলো-
আমি তোমায় যতবার ঢাকি কালো মেঘে,
তবু তুমি মেঘের আড়াল হতে
ছড়াও আলো দূর দিগন্তে,
অনেক কেঁদেছি তোমার তরে
একটু আলোর জন্য
সেদিন কি নিষ্ঠুর দস্যিপনায় মেতেছো তুমি।
আজ যখন আলোর নেই প্রয়োজন
তখন দাও কেন আলো আমার ঘরে?
আমার নৌকা নোঙর করা হয়ে গেছে
আজানা দ্বীপে, নিঝুম রাতে।
আবলীলায় খেলেছো আমায় নিয়ে
তন্দ্রহীন নিস্তব্ধ রাতে,
বেদনার তিক্ত কীরণ
আমায় শুধু ছুঁয়ে যায়,
No comments