যাত্রী
যাত্রী
তন্ময় বিশ্বাস
কত রাত খুঁজেছি তোমায় তারাদের পথে
দূর তারাদের প্রান্ত সীমায় ভেসে যেয়ে,
প্রিয়তমা মনরমা স্মৃতী
চাঁদ, তারা, ফুলে স্মৃতী রোমন্থন,
মনে নেই।
ফুল বনে কে বসে নেই?
পাহাড়ি ঝর্ণা, পাথর তো কথা বলে কত
সে কথা শোনার মন নেই,
কোথা গেল বসন্ত সেই.....?
চেন অচেনার ভীড়ে
খুঁজে বেড়ায়।
তুমি রাত্রী, সাজাবো তোমায়;
সে জানেনা এসেছিলো খুঁজতে আমায়
রাত্রী তুমি,
চাঁদ লীলাময়, আমি পেতেছি ফাদ
পেতেছি দু ঠোট
মেশার নেশায়, ভেঙে গেল ঘুম
ভেঙে গেল বাধ চুমুতে চুমুক
কে আগলায়?
সে এসেছিলো খুঁজতে আমায়
কাল সারা রাত আকাশের মাঝে,
চাঁদ জানে সব কি হয়ে গেলো
বিচ্ছেদের হোমানলে বিশুদ্ধ,
No comments