স্বপ্নমানুষ
স্বপ্নমানুষ
তন্ময় বিশ্বাস
আজ দোলে মন ক্ষণে ক্ষণে
হেমন্ত দিনে নীল আকাশে,
মুক্ত বিহঙ্গের কাছে ছুটে যাই আমি
সকল বাধা অগ্রাহ্য করে।
চিনতে চাই আবার নতুন করে
গভীর প্রশান্তিতে,
নব নব রূপে আর ভিন্ন ঘ্রানে
নব নব সুর সৃষ্টির মধ্যে।
কি সে ছন্দে, কত মিষ্টি সুরে
তোমার সকল কথা যেন
সংগীত রূপে,
অনবরত ধ্বনিত হয়-
ছুয়ে যায় আমাকে, আমার চিত্তকে
তুমি বহুরূপী, তুমি হরিণী
তুমি মায়াবীণি,
তুমি চঞ্চলা নদীর মত
বয়ে চল অবিরত।
সন্ধ্যার আকাশে মৃদু অন্ধকারে
জোনাকি হয়ে আলো জ্বালিয়ে
সংকেত দিয়ে যাও তুমি।
আমি আছি।
রইবো তোমারই পাশে,
No comments