আরশী


আরশী
তন্ময় বিশ্বাস

বলোতো আরশী তুমি মুখটি দেখে
ধন্য তুমি কেন হলে?
তোমার পানে চেয়ে দেখে বারেবারে-
তিলোত্তমা তোমারই দিকে।
বলোনা কে রূপসী তার চেয়ে?
কে ভাসে দখিনা বাতাসে
তোমাকে নিয়ে হাতে
চেয়ে অপলক নেত্রে তোমারই পানে,
তারই মুখে তেরো পার্বণ বারো মাসে
মেঘের চাদরে কালো আকাশ, কে করে রঙীণ?
এ মন যদি তোমার হতে চায়
এ প্রাণ যদি সূরের ছোয়া পায়
তবে উড়ে যাবো, সাদা মেঘের ডানায়।
ঘুরে আসবো তোমায় নিয়ে
মিসিসিপি ভলগায়।
সাজিয়ে আনবো তোমায় অলংকারে
আফ্রিকার হীরার খনি থেকে,
এ নয় ভ্রম, নয় অলীক, নয় কাল্পনিক
এ নয় অজানা স্বপ্নের হাতছানি
এ যে চিরজীবি ভালোবাসায় সিক্ত
মুখে, ঠোটে, কথায়, অস্তিমজ্জায়,
চির উদ্দীপ্ত।

No comments

Powered by Blogger.