অন্তরাত্মার ডাক



অন্তরাত্মার ডাক


আবার কি রূপে দিয়েছ তুমি উঁকি?
তোমায় তো দেখিনি কখনো এমন সাজে
এসেছে ঋতুরাজ, তাই বুঝি এলে?
বিষন্ন তনু যেন হাসছে আবার এ ক্ষণে,
তুমি ফাদ পেতেছ আমার মরণের-
তোমার ঠোট আজ এত লাল তাই আমার খুনে।
আবার ভেবেছি তোমায়,
সারাটা রজনী জুড়ে, চুপিসারে।
জানালার কাচে ঠোট চেপে
কতনা সাজাই কথা তোমায় বলবো বলে,
চেনা বইয়ের মলাটে আঁকি নতুন কবিতা-
অব্যক্ত ভালোবাসার গুরুভারে পূর্ণ করি খাতা।

০২/০৩/২০১৫

ফজলুর রহমান হল, সিটি বিশ্ববিদ্যালয়


No comments

Powered by Blogger.