কবিতার অঙ্গীকার

কবিতার অঙ্গীকার
                                          তন্ময় বিশ্বাস

কবিতা তুমি হও সবার মাঝে ভাতৃত্বের বন্ধন,
কবিতা, তুমি হও শুভ্র সকালের লাবণ্য।
কবিতা, তুমি হও বিশাল নীলাকাশের সীমানা
গভীর মহানুভবতা।
কবিতা, তুমি হও বেওয়ারিশ লাশের
একছত্র দাবিদার,
কবিতা, তুমি হও লালনের নীতি
কবিতা, তুমি হও বেচে থাকার নিঃশ্বাস ও বিশ্বাস।
তুমি হও একই সূতোয় বাধা প্রেমের অঙ্গীকার
কবিতা, তুমি হও ভূপেনের গানের
অসাম্প্রদায়িকতার ছবি।
কবিতা, তুমি সৃষ্টি হও রাজনীতিকে বদলে দেয়ার জন্য
কবিতা, তুমি সৃষ্টি করো নতুন উপাখ্যান
সবার মাঝেই দাও ছড়িয়ে ভালোবাসার গান
আজ হোক কবিতা মানে তোমার অঙ্গীকার
শীর্ষেন্দুর রক্তের বিষে, ফাল্গুনীর শাপমোচনে
কবিতা হোক রচিত নতুন করে।

No comments

Powered by Blogger.