তুমি
তুমি
তন্ময় বিশ্বাস
তুমি না বাজালে কিভাবে গাই,
কি করে রচি আমি নতুন গান?
তোমার বীণার সুর তরঙ্গ বিনা
কিভাবে আসবে সুর সংগীত-
তুমি না করলে ভর আমার কলমে,
কি করে লিখবো কবিতা?
তুমি যদি না ছড়াও রঙ
তবে কি করে হবে আবীর খেলা
তুমি যদি না দাও দেখা হৃদয়ের মন্দিরে
তবে কার চরণে দিই অঞ্জলী?
তোমাতেই উঠি বেজে, তোমাতেই ডুবি
তোমার চরনেই প্রার্থনা করি,
তোমাতেই যাই আমি মরে।
তুমিই প্রেম, তুমিই ঘৃনা
তুমিই কামনা, তুমিই প্রথম চুমু
তুমি অব্যক্ত ভালোবাসা।
১৬ ডিসেম্বর ২০১৪
No comments