দূর হতে


দূর হতে
                   তন্ময় বিশ্বাস
 
ভুল ভাঙবে যখন তখন আসতে চাইবে কাছে
মম তাজমহলে,
একটু ঠাই চায়তে।
অনেক বেশী দেরী হয়ে যাবে তখন।
তোমার জন্য বানানো আসনে
অধিষ্ঠিত হবে অন্য কেউ।
তুমি হাজার চেষ্টায় আসতে পারবেনা।
নিজ হাতে আলো জ্বালায়ে
কেমনে নিভায়ে দিয়েছো তুমি।
অবলীলাক্রমে -
টেনে তুলে দোলনায় বসাবে বলে
আমাকে সমুলে উত্‍পাটন করেছো।
হিমালয় থেকে নিক্ষপ করে দিয়েছো।
আমি জানিআবার আসবে তুমি
যখন ভাঙবে ভুল।
অনেক দেরী হবে তখন।
আমার সিংহাসনের একটু ভাগও দিতে পারবো না।

No comments

Powered by Blogger.