আমার ক্লান্তি


আমার ক্লান্তি
তন্ময় বিশ্বাস

কতদিন পরে হল দেখা,
আজ বড় বিষন্ন বেলা
বেদনার গুরুভারে একটু কষ্ট বয়ে চলা।
আবার কি হবে দেখা?
তোমার চোঁখের জলে কত কথা
স্মৃতী রোমন্থনে দুঃখ গাথা।
বিরহের মালা গাথবো আবারো,
অনলে দগ্ধ হয়ে
কন্টক শয্যা ছুয়ে
আমি অজানা পথের এক দিশাহীন যাত্রী
যাও তুমি ভেসে মন,
অজানা কারণ।
এইতো সময় অজানায় ভেসে যাওয়া-
হয়তো আমার নেই নীলাকাশ
ঢেকেছে আবার মেঘে অবিরাম।
মনের ভেতরে হাজার ভয়,
দূর হয়ে গেছে যখন তখন।
তাল কাটা ছন্দ ফিরে এসেছিলো পূর্ণ ঝংকারে
স্মৃতী শুধু ছবি আজ শুধু ছবি
কবিতার ভাষা হয়ে, স্বপ্নের রঙ মেখে
আসেনা আমার কবিতার খাতায়।
যা আসবেনা ফিরে কোনোদিন তবু বারে বারে
অবুঝ মনের নিপট কপাট খুলে
একই ছবি, একই ছবি।
ভুলে থাকার নেশা ভুলে থাকাই বড় মুশকিল
মনের ভেতরে জন্জাল হয়নাতো সাফ,
তাই সাজানো যায়না কোনো নতুন অধ্যায়।
ডিজেলের কালো ধোয়া আর সীসা মাখা বাতাস
আগলে দাড়ায় জীবনের ক্লান্ত দুপুরে।
খেলে চলেছি আজ খেলনা হাতে। 
ভাঙা বাশি হাতে শুধু বৃথা চেষ্টা।
সুর ওঠেনি জেগে
সুর ওঠেনি জেগে


No comments

Powered by Blogger.