জীবনানন্দ
জীবনানন্দ
তন্ময় বিশ্বাস
স্বরণ করি জীবনের কবি জীবনানন্দ দাশকে,
কেমন আছো কবি?
তোমায় খুজে পায় সর্বত্র
তুমি তিমির হননের কবি, তুমি প্রকৃতির কবি,
তুমি প্রেমের কবি,
তুমি বনলতা সেন সৃষ্টির কবি।
কভু কোনো কালে কেউ কি ছিলো বনলতা নামে?
রাণী ভবানীর দেশে, সেই নাটরে
কিভাবে তুমি একেছিলে বনলতাকে
তোমার কল্পনার ক্যানভাসে
অনুপমা-নিরুপমা রূপে-
অতি একান্তে, আপন রূপে
সে কি সত্যিই মানবী? নাকি দেবী?
কোন রূপে দেখেছিলে তাকে তুমি
সেদিন কি ছিলো তোমার হৃদয়ের আকুতি,
সত্যিই কি তার মুখে ছিলো শ্রাবস্তীর কারুকার্য
আজও কি আসে সে তার চুল খুলে
তোমার কাছে,
কাকন কুমারী প্রেয়সী হয়ে
No comments